parbattanews

শিক্ষার ক্ষেত্রে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালীস্থ অধ্যক্ষ এইচএম ফজলুল কাদের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ মার্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য পেকুয়া উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে লেখাপড়ার কোন বিকল্প নেই। তাই শিক্ষার ক্ষেত্রে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পড়ালেখা করে সত্যিকার অর্থে জনগণের কল্যাণ সাধন করতে হবে। বিশিষ্ট শিক্ষানুরাগী ফজলুল কাদের সাহেব স্কুলটি প্রতিষ্ঠা করে এলাকায় লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন। স্কুলটি সরকারীকরণ করতে যা যা করণীয় আমি করবো ইনশাল্লাহ।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এইচএম ফজলুল কাদেরের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দাতা সদস্য লুৎফানেছা কাদের, টইটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা শহিদুল্লাহ বিএ, বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাশুক আহমদ, পেকুয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগ নেতা এইচ এম নুরুল আবছার, সেচ্ছাসেবকলীগ জেলা সদস্য শাহাদত হোসেন, শ্রমিকলীগ নেতা সাইফুল ইসলাম বাবুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছ, যুবলীগ নেতা মো. আজমগীর। এইসময় বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Exit mobile version