parbattanews

শিক্ষার প্রতি বাড়তি গুরুত্ব সরকারের

কক্সবাজার প্রতিনিধি:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রাথমিক শিক্ষাকে গুণগত মানসম্পন্ন ও প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যে ইতিমধ্যে ২৬০০ হাজার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেছে। এছাড়া ৩৬ হাজার শিক্ষক ও ১৬ হাজার প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ দিয়েছে। নতুনভাবে আরও শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার সকালে কক্সবাজারে বিয়াম ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষার মান্নোয়নের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের পরিচালক রাশেদা বেগম, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফাসহ সংশ্লিষ্টরা।

এ সময় জেলা-উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সুপার, উপজেলা রিসোর্চ সেন্টারের প্রশিক্ষকসহ জেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version