parbattanews

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে সংগঠনটির খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সকল কার্যক্রম চলমান থাকলেও সরকার করোনার অজুহাতে গেল বছর থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে বলে অভিযোগ করেন।

বক্তারা বলের, সরকার অন্যান্য ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিলেও শিক্ষাক্ষেত্রে আজ পর্যন্ত কোন ব্যবস্থা নেয় নি। ফলে শিক্ষার্থীরা নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এবং অনিশ্চয়তার মধ্য দিয়েই তারা দিনাতিপাত করছে। বক্তারা অনতিবিলম্বে যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন খাগড়াছড়ি শাখা সভাপতি মাওলানা দেলোয়ার হোসাঈন, শ্রমিক আন্দোলন সভাপতি জামাল মৃধা, যুব আন্দোলনের সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি শাখার সদস্য সচিব মাওলানা নুরুল কবির আরমান প্রমুখ।

Exit mobile version