parbattanews

শিক্ষা বিস্তার ও সমাজ সেবায় মানুষ অমর হয়ে থাকেন: ড. আব্দুল করিম

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড: আব্দুল করিম বলেছেন, শিক্ষা এবং সমাজ সেবার মাধ্যমে মানুষ সমাজে বেঁচে থাকেন। শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা নি:সন্দেহে মহৎ কাজ। মরহুম মৌলবী ফরিদ আহমদের পরিবার অত্র এলাকায় সমাজসেবার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে মানুষের কাছে অমর হয়ে আছেন।

শনিবার (২৩ মার্চ) সকালে কক্সবাজারের রামু পানির ছড়া এলাকায় সাবেক এমপি এডভোকেট খালেকুজ্জামান ও ইঞ্জিনিয়ার মো. সহিদুজ্জামান এর মায়ের নামে প্রতিষ্ঠিত রত্নগর্ভা রেজিয়া আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর রামু সাবেক এমপি ইঞ্জিনিয়ার মো. সহিদুজ্জামান, ঈদগাঁও ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ ওমর ফারুকসহ এলাকার অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Exit mobile version