parbattanews

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নানিয়াচর কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তীব্র নিন্দা পিসিপির

প্রেস বিজ্ঞপ্তি:

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ নেওয়ার কারণে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচর উপজেলার নানিয়াচর কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা জারি করলে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

পিসিপির সভাপতি বিনয়ন চাকমা ও সাধারণ সম্পাদক অনিল চাকমা সোমবার (২০ নভেম্বর) সংবাদ মাধ্যমের প্রদত্ত বিবৃতিতে এ নিন্দা ও ক্ষোভ জানান।

পিসিপি নেতৃদ্বয় অভিযোগ করে বলেন, শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত নবীনবরণের মত একটা অতি সাধারণ অনুষ্ঠানের মধ্যে শিক্ষামন্ত্রণালয় কিভাবে রাষ্ট্র বিরোধী গন্ধ খুঁজে পায়, তা ভেবে অবাক হতে হয়।

বিবৃতিতে নেতৃদ্বয় শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান-বিজ্ঞান চর্চা ও সাংস্কৃতি কর্মকাণ্ড- পরিচালনা করার জন্য সরকারের নিকট দাবি জানান।

Exit mobile version