parbattanews

‘শিক্ষিত ও স্মার্ট জাতি গঠনে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম’

স্মার্ট বাংলাদেশ গঠনে প্রথমে স্মার্ট নাগরিক তৈরি করতে হবে। শিক্ষিত ও স্মার্ট জাতি গঠনে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি গ্রন্থাগার মুখি হওয়ার আহ্বান জানান বক্তারা। জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে রাঙামাটিতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কারা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষীকেশ শীল, চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক সুনীল ময় চাকমা, লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক ইয়াছিন রানা সোহেল।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Exit mobile version