শিগগিরই পূর্ণাঙ্গ পার্বত্য চুক্তি বাস্তবায়ন হতে যাচ্ছে- গওহর রিজভী

12565602_10201086589762513_4936600914652879569_n

স্টাফ রিপোর্টার:

পার্বত্য চট্টগ্রামবাসীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, শিগগিরই পূর্ণাঙ্গ পার্বত্য চুক্তি বাস্তবায়ন হতে যাচ্ছে। রবিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গওহর রিজভী বলেন, গত ৬-৭ বছরে পার্বত্য অঞ্চলে অসাধারণ উন্নয়ন হয়েছে। ১৯৯৭ সালে করা পার্বত্য চুক্তির বেশির ভাগই বাস্তবায়ন হয়েছে, বাকি আছে শুধু ভূমি বিরোধ নিষ্পত্তি। এই বিরোধ নিষ্পত্তির জন্য একটি খসড়াও এখন প্রস্তুত, যা শিগগিরই পার্লামেন্টে যাবে। সেখানে অনুমোদন হলেই এই সমস্যার সমাধান হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য চুক্তি
Facebook Comment

One Reply to “শিগগিরই পূর্ণাঙ্গ পার্বত্য চুক্তি বাস্তবায়ন হতে যাচ্ছে- গওহর রিজভী”

  1. নোবেল স্বরুপ এক টুকুরো শুকরের মাংস

    “কালের কণ্ঠ অনলাইন” রিপোর্ট অনুসারে, গতকাল রবিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সেমিনারে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, “শিগগিরই পূর্ণাঙ্গ পার্বত্য চুক্তি বাস্তবায়ন হতে যাচ্ছে” বলে আবারও বলেছেন | এবং তিনি পার্বত্য চট্টগ্রামবাসীদের ধৈর্য ধরার আহ্বানও জানিয়েছেন|

    বিশ্বের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য “নোবেল পুরস্কার” দেওয়া হয় | আমার কাছে সেরকম টাকা নেই | তবুও প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী মিথ্যা কথা বলার অবদানের জন্য নোবেল স্বরুপ এক টুকুরো শুকরের মাংস পুরস্কার দিলাম | আশাকরি, ড. গওহর রিজভী এই মহান পুরস্কারের কথা মনে রেখে বিশ্বে এক নাম্বার মিথ্যাকথা বলার অবদান রাখবেন |

    দার্শনিকরা কথা বলেন, “এশিয়ান ভাবনা এবং পশ্চিমা চিন্তাধারা | এই দুই ধারা একত্রিত হলে বিশ্বে প্রকৃত শান্তি স্থাপন করা সম্ভব |” সুতরাং বাংলাদেশ সরকারের ভাল ভাবনা থাকলে এতদিন পার্বত্য চুক্তি বাস্তবায়ণ করে স্থায়ী শান্তি স্থাপন করতো |

    মোটকথা, সরকারের উপর আশাকরা বা মূখাপেক্ষি হয়ে থাকা আর নয় | কোন পথে চলবো এই নিদ্দের্শনা আসা অতীব জরুরী হয়ে পড়েছে | যুদ্ধের জন্য আমরা তরুণেরা তৈরী |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন