parbattanews

শিশুদের জন্য ইলিয়াস কাঞ্চন ও চম্পার প্রথম চলচ্চিত্র ‘ঘুড়ি’

বিনোদন ডেস্ক : Capture

এই প্রথম ইলিয়াস কাঞ্চন ও চম্পা শিশুতোষ কোন চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন।চলচ্চিত্রের নাম ‘ঘুড়ি’। সিনেভিশন বাংলাদেশের প্রযোজনায় কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছে তরুণ নির্মাতা জাফর ফিরোজ। আশির দশকে ইলিয়াস কাঞ্চন-চম্পা জুটি নির্মাতা ও দর্শকদের কাছে অনেক জনপ্রিয় ছিল।অসংখ্য ছবিতে জুটি হয়ে অভিনয় করে দর্শক-প্রশংসিতহন তাঁরা।

চম্পা বলেন, ‘দীর্ঘদিন পর কাঞ্চন ভাইয়ের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছি, তবে এ জুটি সম্পূর্ণ ভিন্ন। আমাদের ভালোবাসার জায়গাটা এবার সন্তানদের জন্য। একজন আদর্শ মা-বাবা হিসেবেই ‘ঘুড়ি’তে আমাদেরকে দেখতে পাবেন। ভাবতে ভালোই লাগছে যে একটি ভিন্নধারার গল্পে অভিনয় করতে যাচ্ছি। জীবনের অনিশ্চয়তার খেলায় ছবির গল্পটা এক কোথায় অসাধারণ। ‘ঘুড়ি’ ছবিটি দেখতে বাবা মা’রা তাদের সন্তানদেরকে নিয়ে একসঙ্গে প্রেক্ষাগৃহে আসবেন বলে আমার বিশ্বাস।’

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সমাজের প্রতি আমাদের যে দায়বব্ধতা ‘ঘুড়ি’ সেই বিষয়টিকেই তুলে এনেছে। কোথায় কোথায় অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তা থেকে উত্তরণের উপায়; এককথায় অসাধারণ গল্প। এই ছবিটিতে আমি এক পিতা আবার আমারও এক পিতা আছেন যিনি শ্রদ্ধেয় সৈয়দ হাসান ইমাম।

এই চলচ্চিত্রটিতে পরিচালক পরিবারের তিনটি প্রজন্মকে একই ফ্রেমে আবদ্ধ করেছেন।’ ঘুড়িতে গান লিখেছেন রেজাউর রহমান রিজভী ও জাফর ফিরোজ। এতে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, শিশু শিল্পী ফারিয়া, তাবাসসুম, আহমদ, ইয়াসিন, পিয়ানসহ অনেকে।

Exit mobile version