parbattanews

শিশুদের মধ্যে জাতিগত বৈষম্য তৈরি করা যাবেনা: একেএম শহীদুল হক

IMG_8123 (1) copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

কোমলমতি শিশুদের নৈতিক শিক্ষার পাশাপাশি ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে শিক্ষার তাগিদ দিয়ে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) একে এম শহীদুল হক বলেন, কোন ভাবেই শিশুদের মধ্যে জাতিগত বৈষম্য তৈরি করা যাবেনা।

শনিবার সকালে খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুলের সম্প্রসারিত ভবন ও পাঠাগার উদ্বোধন কালে আয়োজিত সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ কথা বলেন।

শহীদুল হক বলেন, পাহাড়ি বাঙ্গালী ভেদাভেদ সৃষ্টি না করে সকলকে রাষ্ট্রীয় সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। পড়ালেখায় গভীর মনোযোগী হয়ে দেশের অন্যান্য প্রান্তের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে।

এসময় তিনি শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে শিক্ষাগ্রহণের পরামর্শ দেন।

এর আগে পুরাতন পুলিশ লাইন্স মাঠে নির্মাণাধীন ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির, মহিলা পুলিশ ব্যারাক ভবন, পুলিশ হাসপাতাল ভবন, লক্ষিছড়ি থানা ভবন উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী বিপিএম সেবা।

Exit mobile version