parbattanews

শিশুর চিকিৎসার জন্য ১ লাখ টাকা আর্থিক অনুদান দিল সেনা জোন

অসহায় শিশুর সু-চিকিৎসার জন্য ১ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে খাগড়াছড়ি সেনা জোন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মানবিক সেবার অংশ হিসেবে খাগড়াছড়ি সদরস্থ শালবন এলাকায় অসহায় ব্যক্তি শারমিন আক্তার-কে তার মেয়ে সুররাত ওয়াজিহা এর হার্টের ২ টি ছিদ্র এবং ডাউন সিনড্রম চিকিৎসার জন্য আর্থিক অনুদান বাবদ এক লাখ টাকা প্রদান করেন ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. শরীফ আহমেদ, পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের এ্যাডজুয়েট ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল প্রমুখ।

আর্থিক অনুদান বিতরণকালে ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. শরীফ আহমেদ বলেন, শান্তি, সম্প্রতি এবং উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে। পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শনস্বরূপ খাগড়াছড়ি জোন কর্তৃক এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো। এ জেলার সার্বিক উন্নতি এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

Exit mobile version