parbattanews

শিশু ও নারী উন্নয়নে কাপ্তাই তথ্য অফিস কর্তৃক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টশন

কাপ্তাইপ্রতিনিধিঃ

কাপ্তাই উপজেলা তথ্য অফিসের উদ্যোগে (সোমবার) শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম(৪র্থ পর্যায়ে) শীর্ষক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ রেষ্ট হাউজে অনুষ্টিত হয়।

দিনব্যাপী কর্মশালায যৌতুক,বাল্য বিবাহ প্রতিরোধ, স্যানিটেশন,পরিবেশ ও জন্ম নিবন্ধন,মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা নিরাপদ মাতৃত্ব ইত্যাদি বিষয়ে ব্যাপক আলোচনা ও প্রতিরোধ ও রক্ষা করার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।

উক্ত ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ হারুন, বিভিন্ন বিষয়ের উপর সচেতনতামুলক আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ হোসেন রশীদ চেীধুরী, চিৎমরম ইউপি চেয়ারম্যান থোয়াইচিং মারমা, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান নুরনাহার বেগম,সুব্রত বিকাশ তংচঙ্গ্যা।

এছাড়া কর্মশালায় বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় লোকদের মধ্যে সাংবাদিক, শিক্ষক, ইমাম, ক্রীড়া, স্বাস্থ্যসহ সর্বস্তরের লোকজন উপস্থিত থাকেন।

Exit mobile version