parbattanews

শীঘ্রই মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া সড়কের কাজ শুরু হবে… যোগাযোগ সচিব

121সিনিয়র স্টাফ রিপোর্টার :

মাটিরাঙ্গার জনগনের যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নে শীঘ্রই মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া সড়কের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সরকারের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিক। ইতিমধ্যে মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া সড়কের উন্নয়নে প্রায় ১২ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে বলেও জানান তিনি। সড়কটির উন্নয়ন কাজ শেষ হলে এ উপজেলার বৃহত্তর জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে ভুমিকা রাখবে। সড়কটির উন্নয়ন কাজ শেস হলে অনাকাঙ্খিত সড়ক দুর্ঘটনা হ্রাস পাওয়ার পাশাপাশি যাতায়াতে সময় বাঁচবে।

শুক্রবার বিকালে মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া সড়ক সহ মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন সড়ক ব্যবস্থা পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে যোগাযোগ সচিব এম এ এন সিদ্দিক এসব কথা বলেন। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি মাটিরাঙ্গা পৌরসভার উন্নয়ন কাজে স্থবিরতায় হতাশা ব্যক্ত করে বলেন, পৌরসভা নির্বাচন চলমান থাকায় বিধি-নিষেধের কারনে এখানে বর্তমানে কোন বরাদ্ধ দেয়া সম্ভব নয়। তবে মাটিরাঙ্গা বাজারের প্রধানসড়কসহ বাজারের বিপর্যস্থ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

এসময়, খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান, সহকারী কমিশনার (ভুমি) ইমরুল কায়েস, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: সাহাদাত হোসেন টিটো ও মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটির আহবায়ক মো: আবুল হাশেম ভুইয়া প্রমুখ তার সাথে ছিলেন।

Exit mobile version