parbattanews

শীঘ্রই রাখাইনে জারি হচ্ছে মার্শাল ল

আন্তর্জাতিক ডেস্ক:

শীঘ্রই মিয়ানমারে রাখাইন রাজ্যে জরুরি অবস্থা ও মার্শাল ল জারি করতে যাচ্ছে মিয়ানমার সরকার। বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে দেশটির প্রেসিডেন্ট তিন চ্যাও, রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি, দু’জন ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্টের স্পিকার, সেনাপ্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

দেশটির হিসাবে, ২৫ আগস্ট থেকে চলা সহিংসতায় ২৭ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছে। এছাড়া, জনসাধারণের ক্ষতি এড়িয়েই রাখাইনে পরিচালিত হবে সেনা অভিযান। বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় ও সহায়তার ব্যাপারেও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় বলে জানা যায়।

Exit mobile version