parbattanews

শুক্রবার থেকে কক্সবাজার জেলার সকল কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

শুক্রবার(২৩ মার্চ) থেকে কক্সবাজার জেলার সকল কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। প্রশ্ন পত্র ফাঁসরোধে জেলা প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানাগেছে।
কোচিং সেন্টারের পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের অভ্যন্তরে সব ফটোকপি মেশিনও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

জেলা সদরের পাশাপাশি ৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও এই নির্দেশনা দেয়া হয়েছে। যাতে আগামীকাল থেকে সকল কোচিং সেন্টার বন্ধ করে দেয়া হয়।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০১৮ সালের অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার প্রস্তুতি সভায় এ নির্দেশনা দেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন প্রিন্স, জেলা শিক্ষা অফিসার মো. সালেহ উদ্দিন চৌধুরী ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম উদ্দীন প্রমুখ।

 

Exit mobile version