parbattanews

শেখ হাসিনার নামে ছাত্রী হোস্টেল করার দাবি ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবান সরকারি কলেজে ছাত্রী হোস্টেল শেখ হাসিনার নামে নামকরণ করার দাবি জানিয়েছেন কলেজ ছাত্রলীগ শাখা। শিক্ষামন্ত্রী বরাবর মঙ্গলবার(১৬জানুয়ারি) বান্দরবান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেমের হাতে স্মারকলিপি দিয়েছে বান্দরবান সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান বাবলু।

এসময় অন্যান্যের মধ্যে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক টিপু দাশ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, শিক্ষা প্রকৌশল বিভাগের আওতায় পাঁচ কোটি টাকা ব্যয়ে বান্দরবান সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রীদের জন্য পাঁচতলা ভবন নির্মাণ করা হবে। সাম্প্রতিক ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। তাই ভিত্তিপ্রস্তর স্থাপনের আগেই হোস্টেলটির নাম করণ শেখ হাসিনার নামে করার জন্য শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে কলেজ ছাত্রলীগ।

এ প্রসঙ্গে কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান বলেন পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর  শিক্ষা বিস্তারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা ভাবে বিশেষ অবদান রয়েছে। বিশেষ করে বান্দরবান সরকারি কলেজে অনার্স এর সাবজেক্ট বাড়ানো, মাস্টার্স কোর্স চালু সর্বোপরি বান্দরবান কলেজকে একটি পূর্ণাঙ্গ কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তাই তার এ অবদানের কথা স্মরণ রাখতে কলেজ ক্যাম্পাসের ছাত্রী হোস্টেলটি শেখ হাসিনার নামে করার দাবি জানান কলেজ ছাত্রলীগ।

Exit mobile version