parbattanews

শেখ হাসিনার বদন্যতায় পাহাড়ে আলোর ঝিলিক ছড়িয়ে পড়ে: পার্বত্যমন্ত্রী

পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন- যোগাযোগ বিছিন্ন বাইশারীকে উন্নত যোগাযোগ ব্যবস্থায় নিয়ে এনেছি। শিক্ষার জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রতিষ্ঠা করে শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌঁছানোর ব্যবস্থা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদন্যতায় পাহাড়ে আলোর ঝিলিক ছড়িয়ে পড়েছে।

১৫ নভেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ১১টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন- দেশ স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের কল্যাণে সব কিছু করেছেন। ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা, বিশ্ব ইজতেমা চালু, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সহ প্রতিটি ধর্মের জন্যে সব কিছু করে গেছেন। আজ সময় এসেছে এসব মূল্যায়ণ করার।

ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আবু জাফরের পরিচালনায় বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলম কোম্পানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মোবারক হোসেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, জেলা আওয়ামী লীগের মহিলা নেত্রী থিংথিং মে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর প্রমুখ।

মন্ত্রী সকাল ১০টায় বাইশারী এসে পৌঁছেন। পরপর ৬টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। প্রকল্প গুলো হলো- বাইশারী ফারিখাল ব্রীজ, নারিচ বুনিয়া বটতলি বাজারস্থ ব্রীজ, বাইশারী উচ্চ বিদ্যালয় এবং কলেজের একাডেমীক ভবন ও ছাত্রাবাস, বাইশারী ঈদগড় সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন ও শাহ্ নুরুদ্দীন মাদ্রাসার ৩ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে ৩টি ভবন, বালিকা উচ্চ বিদ্যালয় ভবন সহ ৫০ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। দুপুর সাড়ে ১২টায় মন্ত্রী বান্দরবানের উদ্দেশ্যে বাইশারী ত্যাগ করেন।

Exit mobile version