parbattanews

শেরেবাংলা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড পেলেন নিগার সুলতানা

সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শেরেবাংলা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড সম্মাননা পেলেন খাগড়াছড়ি জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিগার সুলতানা। তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য।

সমাজসেবী নিগার সুলতানা খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের বাসিন্দা ও ঠিকাদার মো. আবুল কাশেমের সহধর্মিনী।

শনিবার (৪ জুন) দুপুরের দিকে ঢাকার হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এ সম্মাননা তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি। শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সাবেক তথ্য সচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা শেরেবাংলা একে ফজলুল হকের দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশনারা মান্নান এমপি।

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ আবু তারিক, বিশিষ্ট গবেষক ও লেখক অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন ও মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Exit mobile version