parbattanews

শেষ মুহূর্তে জমে উঠেছে খাগড়াছড়ির বাজার, দাম নিয়ে অস্বস্তিতে ক্রেতারা

শেষ মূহুর্তে জমে উঠেছে খাগড়াছড়ির বাজার। শহরের শপিং মলগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। তবে দাম নিয়ে অস্বস্তিতে ক্রেতারা।

ক্রেতাদের অভিযোগ, কাপড়ের বাজারে দাম নাগালের বাহিরে।

আর ব্যবসায়ীদের অজুহাত ঢাকার বঙ্গবাজার ও নিউমার্কেটে আগুন!

অন্যান্য বছরের তুলনায় এবার খাগড়াছড়িতে ঈদের বাজার জমজমাট। তবে কিছু ব্যবসায়ীরা স্বীকার করেছেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর কাপড়ের দাম বাড়তি। তাই ক্রেতারা পোশাক কেনা থেকে মুখ ফিরিয়ে চলে যায়।

ব্যবসায়ীরা বলছেন, বঙ্গবাজার ও নিউমার্কেট পুড়ে যাওয়ার প্রভাব পড়েছে সারাদেশে।

জেসমিন আক্তার খাগড়াছড়ি বাজারে এসেছেন ঈদের কেনাকাটা করতে। তার মতে, অন্যান্য বছরের চেয়ে এ বছর জিনিসপত্রের দাম বাড়তি। সীমিত আয়ের মধ্যে যতটুকু সামর্থ্য আছে, সে অনুযায়ী আমরা ঈদের কেনাকাটা করছি। দাম বেশি কিন্তু বাজেট কম হওয়ায় পছন্দের পোশাক কিনতে পারছিনা আক্ষেপ করেন তিনি।

খাগড়াছড়ি শহরের মণিকা স্টোরের মালিক মো. ইদ্রিস বলেন, বঙ্গবাজার ও নিউমার্কেট পুড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে খাগড়াছড়ি ঈদ বাজারেও।

Exit mobile version