parbattanews

শেষ হলো রাঙামাটির আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় 

রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর আয়োজনে এবং চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর উদ্যোগে রাঙামাটিতে আয়কর রিটার্ন জমা দানের সমাপনি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে চেম্বারের নিজস্ব ভবনে এ সমাপনি অনুষ্ঠিত হয় ।

সমাপনি দিনে প্রদান অতিথি ছিলেন, চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর যুগ্ম কর কমিশনার মো. শহিদুল ইসলাম।
রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি আব্দুল ওয়াদুদ এর সভাপত্বিতে এসময় চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর অতিরিক্ত সহকারী কর কমিশনার আব্দুল আওয়াল মজুমদারসহ ব্যসায়ী শ্রেণীর বিভিন্ন নেতৃবৃন্দ।

চট্টগ্রাম কর অঞ্চল-৩ থেকে জানানো হয়, করোনা ভাইরাস মহামারীর কারণে এবার আয়কর মেলা না হওয়ায় রাঙামাটি জেলার অর্ন্তগত যে সকল করদাতাগণ সার্কেল-৬১, রাউজানে আয়কর রিটার্ন দাখিল করতেন বা নতুন করদাতা হিসেবে আয়কর রিটার্ন জমা করবেন তাদের সুবিধার জন্য কর বিভাগ রাঙামাটিতে চার দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করেছেন।

গত সোমবার (১৫ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত চার দিনব্যাপী আয়কর রিটার্ন জমা নেওয়ার কার্যক্রম চলে।

Exit mobile version