parbattanews

শেষ ১০ ওভারে ম্যাচটা হেরে গেছি: সাকিব

আফগানিস্তানকে হারিয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের এয়োদশ আসরে শুভ সূচনা করে বাংলাদেশ। এরপর থেকে একের পর এক ম্যাচ হেরেই চলেছে দল। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা চতুর্থ হারের পর অধিনায় সাকিব আল হাসান বললেন, শেষ দশ ওভারে হেরে গেছি আমরা।

টসে হেরে ফিল্ডিং পেয়ে শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। বোলাররা দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের চেপে ধরেছিল। ৪০ ওভারে তাদের স্কোর ছিল ৩ উইকেটে ২৩৮ রান। তারপর থেকে ছন্নছাড়া বাংলাদেশের বোলাররা। শেষ ১০ ওভারে তাণ্ডব চালায় প্রোটিয়ারা, শেষ ১০ ওভারে ১৪৪ রান করে দক্ষিণ আফ্রিকা। ৩৮২ রান তোলার পর জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে প্রোটিয়ারা। আর ওখানেই ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। এমনটাই মনে করছেন অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ লক্ষ্যে নেমে রেকর্ড রানে হারের শঙ্কায় পড়েছিল। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহর লড়াইয়ে হারের ব্যবধান ১৪৯ রানে নেমেছে।

ম্যাচ শেষে সাকিব বললেন, ‘আমরা প্রথম ২৫ ওভার ভালো বল করেছিলাম। তিনটি উইকেট নিয়েছিলাম। তারা প্রতি ওভারে প্রায় পাঁচটি করে রান নিচ্ছিল। তারপর থেকে তারা এগিয়ে গেলো। কুইন্টন সত্যিই ভালো ব্যাট করেছে। ক্লাসেন যেভাবে খেলা শেষ করলো, তার কোনও জবাব আমাদের কাছে নেই। এই ধরনের মাঠে এমনটা হতে পারে কিন্তু আমাদের ভালোভাবে বল করতে হতো। শেষ ১০ ওভারে আমরা হেরে গেছি।’

মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে আরও ওপরের দিকে ব্যাট করানো প্রসঙ্গে অধিনায়ক বললেন, ‘মুশফিক ও মাহমুদউল্লাহর আরও ওপরের দিকে ব্যাটিং নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু তারা তাদের কাজ ঠিকভাবে করছে। আমাদের প্রথম চার ব্যাটারকে ভালো করতে হবে।’

পাঁচ ম্যাচে টানা চতুর্থ হারের পরও আশাবাদী সাকিব বিশ্বকাপে নতুন লক্ষ্যের কথা জানালেন, ‘এই টুর্নামেন্টে এখনও লম্বা পথ বাকি, যে কোনও কিছু ঘটতে পারে। অনেক কিছু শেখার আছে। সেমিতে না হলেও পাঁচ-ছয়ে থেকে শেষ করতে পারলে ভালো লাগবে। আমরা সেটা করতে পারা দলের মতো খেলছি না। কিন্তু শক্ত অবস্থানে থেকে শেষ করতে আশাবাদী।’

Exit mobile version