parbattanews

শেষ ৬ ওভারে আরও ৬০ রান করতে হবে গতবারের চ্যাম্পিয়নদের

এ রিপোর্ট লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ১৪ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ১১৮ রান। শেষ ৩৬ বলে আরও ৬০ রান করতে হবে গতবারের চ্যাম্পিয়নদের।

এ দিকে ফিফটির পর সাজঘরে লিটন কুমার দাস। রুবেল হোসেনের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে নাজমুল হোসেন শান্তর অসাধারণ ক্যাচে পরিণত হন লিটন। তার আগে ৩৯ বলে ৭টি চার আর এক ছক্কার সাহায্যে ৫৫ রান করেন দেশের তারকা এই ওপেনার।

প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনালে মুখোমুখি সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা। আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করে ম্যাসের সিলেট।

দলের হয়ে ৪৮ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭৪ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া ৪৫ বলে ৯টি চার আর এক ছক্কার সাহায্যে ৬৪ রান করেন ওপেনার নাজমুল হোসেন শান্ত।

ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা। আগে ব্যাটিংয়ে নেমে ২৬ রানে ২ উইকেট হারানো সিলেট ১২ ওভারে করে ১০৪/২ রান। এরপর সময়ের ব্যবধানে উইকেট হারায় সিলেন।

বিপিএলের নবম আসরে চতুর্থ শিরোপা জিততে হলে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লাকে ১৭৬ রান করতে হবে।

Exit mobile version