parbattanews

শোক দিবসে থানচিতে র‌্যালী, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগীতায় ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ

IMG_0103 copy

থানচি প্রতিনিধি:

থানচিতে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম জাতীয় শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে থানচিতে শোক র‌্যালী, আলোচনা সভা ও  প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের কবিতা আবৃতি চিত্রাঙ্কণ প্রতিযোগীতার আয়োজন করে পুরস্কার বিতরণ স্বতস্ফুর্ত অংশগ্রহন মধ্য দিয়ে বান্দরবানে থানছি উপজেলা প্রশাসনে ব্যাপক কর্মসূচী করা হয়েছে। কর্মসূচীতে স্বতস্ফুর্ত অংশ গ্রহনের মাধ্যমে উপজেলার ৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়,  ১টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাধ্যমিক স্কুল ও ৫টি এনজিও পরিচালিত স্কুলের প্রায় ৫শত শিক্ষার্থী জাতীয় শোক দিবস পালনে অংশ গ্রহন করেন ।

সোমবার দিনব্যাপী কর্মসূচীতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন, জেলা পরিষদের সদস্য থোয়াইহ্লামং মারমা, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রাথমিক সহাকারি শিক্ষা অফিসার মো. নিজাম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইস্কাদার আলী, ইউপি চেয়ারম্যান মালিরাং ত্রিপুরাসহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা স্বতস্ফুর্ত অংশ নেন ।

Exit mobile version