parbattanews

শ্রমিকের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দিতে হবে: দীপংকর

নিজস্ব প্রতিনিধি:

কেন্দ্রীয় আ’লীগের সদস্য দীপংকর তালুকদার বলেন, কুরআনে বলা হয়েছে শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের মজুরী দিয়ে দিতে হয়।

কেন্দ্রীয় এ নেতা আরও বলেন, শ্রমীকদের কোন ধর্ম নেই। এসময় তিনি যোগ করে জানান, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। আর উন্নয়নের মহাসড়কে পৌঁছতে হলে শ্রমিকদের সহযোগিতা দরকার বলে কেন্দ্রীয় এ নেতা জানান।

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে অনুষ্ঠিত বহুমুখী সমবায় সমিতি লি.এর ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের নব নির্বাচিত সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং মিজানুর রহমানের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. সামসুল আলম, জেলা সমবায় কর্মকর্তা ইউছুফ চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী।

সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এসময় সংগঠনটিকে একটি সোলার প্রদানের আশ্বাস প্রদান এবং রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী সমিতিটির কার্যালয়ের একটি সিঁড়ি নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।

Exit mobile version