parbattanews

শ্রীম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)’র কার্য নির্বাহী পরিষদ গঠিত

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

আশেক উল্লাহ রফিক এমপি সভাপতি ও মোহাম্মদ নজিবুল ইসলামকে মহাসচিব করে শ্রীম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)’র কার্য নির্বাহী পরিষদ গঠিত হয়েছে।

রবিবার রাতে কলাতলীস্থ সেব’র স্থায়ী কার্যালয়ে ৩ বছরের (২০১৬-২০১৯) জন্য এ কার্য নির্বাহী পরিষদ গঠিত হয়। নিবার্চন কমিশনের দায়িত্ব পালন করেন ইউনুস চৌধুরী, আবু মকসুদ, আজম মঈন উদ্দিন।

প্রধান নির্বাচন কমিশনার ইউনুস চৌধুরী জানান, শ্রীম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)’র ৩ বছরের জন্য সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন রোববার রাতে ১১টি পদে চূড়ান্ত তালিকা প্রকাশ করে।

২০১৬-২০১৯ সালের ৩ বছরের (সেব’র) কর্মকর্তা হলেন: সভাপতি- আশেক উল্লাহ রফিক এমপি (ইউনিক টাইগার হ্যাচারি), মহাসচিব- মোহাম্মদ নজিবুল ইসলাম (বলাকা হ্যাচারি), সহ সভাপতি- মাহফুজ ইকবাল (জমজম চিংড়ি প্রকল্প), সহ সভাপতি- আব্দুর রহিম চৌধুরী (এআরসি হ্যাচারি), যুগ্ম মহাসচিব- শাহেদ আলী (গোল্ডেন হ্যাচারি লি.), কোষাধ্যক্ষ- মোহাম্মদ আলমগীর (কোয়ালিটি শ্রীম্প প্রজেক্ট), সদস্য যথাক্রমে. সাইফুল ইসলাম (বেঙ্গল বে হ্যাচারি), শামসুদ্দিন বাহাদুর (এস,আর হ্যাচারি লি.), শহীদুল আলম চৌধুরী (গোল্ডেন এ্যাকুয়া শ্রীম্প হ্যাচারি লি.), জিশান উদ্দিন (ইউনাইটেড হ্যাচারি), নুরুল ইসলাম (ফ্লোরা হ্যাচারি লি.)।

Exit mobile version