parbattanews

শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া

টানা দুই হার দিয়ে ভারত বিশ্বকাপ ক্যাম্পেইন শুরু হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। তৃতীয় ম্যাচেই নিজেদের প্রমাণ করেছে অজিরা। শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ম্যাক্সওয়েল-স্মিথরা।

সোমবার (১৬ অক্টোবর) লখনৌয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। লঙ্কানদের দেয়া ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

অনুমিত ছিল, লখনৌয়ের পিচ হবে খানিকটা স্লো। তবে টস জিতে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা ছিল অনবদ্য। দুই ওপেনারের ফিফটিতে ওপেনিং জুটিতে তাদের রান আসে ১২৫। তাও আবার প্রায় ৬ এর কাছাকাছি রান রেটে।

অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরানোর নায়ক অ্যাডাম জাম্পা, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক। শুরুর ধাক্কাটা দেন প্যাট কামিন্স। লঙ্কানদের দুই ওপেনার পাথুম নিসাঙ্কা এবং কুশল পেরেরাকে ফেরান তিনি। ৬৭ বলে ৬১ করে ফেরেন নিসাঙ্কা। ১২ বাউন্ডারিতে ৮২ বলে ৭৮ রান করেন কুশল পেরেরা।

এরপর আর কেউই দাঁড়াতে পারেননি। অধিনায়ক কুশল মেন্ডিস এবং সাদিরা সামারাবিক্রমাকে পরপর দুই বলে ফেরান অ্যাডাম জাম্পা। কিছুক্ষণ পরেই নামে বৃষ্টি। বৃষ্টি বিলম্বের পর বোলিংয়ে নেমে দ্বিতীয় বলেই ধনঞ্জয়া ডি সিলভাকে বোল্ড করেন মিচেল স্টার্ক।

প্যাট কামিন্সের দুর্দান্ত এক থ্রোতে রান আউট হয়ে ফেরেন দুনিথ ভেল্লালাগে। অধিনায়ক দাসুন শানাকার বদলি হিসেবে বিশ্বকাপ খেলতে আসা চামিকা করুনারত্নেকে আউট করেছেন জাম্পা। মহেশ থিকশানাও জাম্পার শিকার।

একদিকে উইকেট পড়লেও একাই লড়ে যাচ্ছিলেন আসালঙ্কা। গ্লেন ম্যাক্সওয়েল থামান তাকে। ২০৯ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। ১২৫ রানে শূন্য উইকেট থেকে ২০৯ রানে অলআউট। অর্থাৎ শ্রীলঙ্কার ১০ উইকেট পড়েছেন মাত্র ৮৪ রানের ব্যবধানে।

Exit mobile version