parbattanews

শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল নারী দল

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ঝোড়ো ব্যাটিংয়ে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। লঙ্কানদের ৯ বছর পর টি-টোয়েন্টিতে হারায় বাংলাদেশের মেয়েরা। এরপরই ছন্দঃপতন। শেষ দুই ম্যাচে হেরে ২-১ ব্যবধানে সিরিজ খুঁইয়েছে জ্যোতিরা।

ব্যাটিং ব্যর্থতা আর নির্বিষ বোলিংয়ে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হারে ৭ উইকেটে। শুক্রবার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের শেষ ম্যাচেও বিবর্ণ নিগার সুলতানার দল। ৪৪ রানের পরাজয়ে সিরিজও হারে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া কারতে নেমে ২০ ওভারে ১১৪ রান তুলতে সমর্থ হয় জ্যোতির দল। বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকেই আসে সর্বোচ্চ রান। ৩৩ বলে ৩১ রান করেন তিনি।

২৫ বলে ৩০ রানের ইনিংস খেলেছেন তিনে নামা সোবহানা মোস্তারি। এছাড়া আর কেউই বলার মতো স্কোর করতে পারেননি। ফলে ৪৪ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের আগে ওয়ানডে সিরিজে তারা হেরেছিল ১-০তে। সেই সিরিজের দুটি ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে।

Exit mobile version