parbattanews

দেশ ও জাতির স্বার্থে সাংবাদিক ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয় থাকা জরুরী- ব্রি. জে. সাঈদ সিদ্দিকী

Bandarban armi-11.2.2014

নিজস্ব প্রতিবেদক :

বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রিজিয়ন কমান্ডার। মঙ্গলবার বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ সিদ্দিকী পি,এস,সি।

এ সময় বান্দরবান বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল এ কে এম সাইফুল ইসলাম, জোন কমান্ডার লে. কর্নেল মো. ইরফানুল ইসলাম, বিগ্রেড মেজর মো. মশিউর রহমান, বাদশা মিয়া মাস্টার, সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মনু ও মিনারুল হক বক্তব্য রাখেন। বান্দরবান প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মো. ওসমান গনির সভপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার বলেন, শান্তি ও সম্প্রীতির জেলা বান্দরবান। শান্তি ও সম্প্রীতিকে ধরে রাখতে সাংবাদিকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। সারা বিশ্বে সেনাবাহিনী ও সাংবাদিকদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। দেশ ও জাতীর স্বার্থে একে অপরের সাথে ঐক্য থাকা খুবই জরুরী।

পরে রিজিয়ন কমান্ডার প্রেসক্লাবের জন্য একটি প্রজেক্টর উপহার দেন এবং প্রেসক্লাবের পক্ষ থেকেও কমান্ডারকে একটি ক্রেস্ট উপহার দেয়া হয়।

Exit mobile version