parbattanews

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মা‌টিরাঙ্গায় শারদীয় দুর্গোৎসব শুরু

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপ‌জেলার কেন্দ্রীয় মন্দিরসহ ৮ পূজামণ্ডপে ঢাকের বাদ্য, উলুধ্বনি, শঙ্খ বাজিয়ে ষষ্ঠী পূজায় অংশগ্রহণ করেন ভক্তরা।

প্রতিটি পূজা মণ্ডপ শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে। আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মাটিরাঙ্গা কেন্দ্রীয় ম‌ন্দি‌রের পুরোহিত মিদুল চক্রকর্তী বলেন, নিময় অনুযায়ী বেলতায় ঘট স্থাপন ও ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভক্তরা উপ‌স্থিত ছিলেন।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসরি ইনচার্জ মো.জাকা‌রিয়া জানান, পুলিশ সুপার মুক্তা ধরের নি‌র্দেশনা মোতা‌বেক সকল পূজা মণ্ডপে ‌সি‌সি ক্যামেরা স্থাপনসহ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নি‌শ্চিত করা হ‌য়ে‌ছে। এছাড়া সন্ধায় ক‌য়েক‌টি মণ্ডপ প‌রিদর্শন করা হ‌য়ে‌ছে। সা‌র্বিক প‌রি‌স্থি‌তি শান্ত র‌য়ে‌ছে বলেও জানান তিনি।

Exit mobile version