parbattanews

সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ সমাবেশে পুলিশের লাঠি চার্জে আহত ৫

Hindu Bikkob

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

দেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের উপর বর্বর নির্যাতন নিপীড়ন, ধর্ষণ, হামলা, অগ্নিসংযোগ, বাড়িঘর, মঠ-মন্দির ভাংচুর, লুটপাট এবং সাধারণ হিন্দু নাগরিকদের হতাহত করার প্রতিবাদে শনিবার বিকাল ৩টায় খাগড়াছড়িতে হিন্দু সম্প্রদায়ের ৩টি সংগঠন জেলা শহরে কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশ চলাকালে বিচ্ছিন্ন ঘটনার সূত্রপাতে খাগড়াছড়ি সদর থানার পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে। লাঠি চার্জে কমপক্ষে ৫জন আহত হয়।

আহতরা হলেন- খাগড়াছড়ি বাজার এলাকার জয়ন্ত ভট্টাচার্য্য (১৪), সুমন দেব (২৩) বাবলু দে (২২), শান্তি নগর এলাকার দেবাশীষ চৌধুরী (৩২)  আনন্দ নগরের-উৎপল দেব (২৮)। প্রতিবাদ সমাবেশ হতে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাৎক্ষনিকভাবে পুলিশ লাঠি চার্জের বিরুদ্ধে নিন্দা ও দোষী পুলিশদের শাস্তির দাবী জানান।

এর আগে বেলা ৩টায় বাংলাদেশ পূঁজা উৎযাপন পরিষদ, সনাতন ছাত্র যুব পরিষদ ও সনাতন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে জেলা শহরে কালো পতাকা হাতে নিয়ে মৌণ মিছিল জেলার চেঙ্গী স্কোয়ার প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি প্রেসক্লাব ঘুরে পৌর শহরের মুক্তমঞ্চে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।  

কালো পতাকা মিছিল শেষে বিকাল ৪টার দিকে প্রতিবাদ সমাবেশে সাংবাদিক তরুন কুমার ভট্টচার্য্য বক্তব্যকালে মুক্তমঞ্চের পাশে নেতাকর্মীরা ভীড় করলে দক্ষিণ পাশ থেকে একটি মোটর সাইকেল ঢুকে পড়লে এসময় বিক্ষোভকারীদের সাথে মোটর সাইকেল চালকের সাথে বাকবিতন্ডা শুরু হয়। এসময় কর্তব্যরত এস.আই মকবুলের নেতৃত্বে কর্তব্যরত কিছু সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বিক্ষোভকারীদের উপর লাঠি চার্জ করে।

পুলিশের লাঠিচার্জে ৫জন বিক্ষোভকারী আহত হয় বলে প্রতিবাদ সমাবেশে অভিযোগ করেন। পুলিশের লাঠি চার্জের কারণে ঘটনাস্থলে বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকলে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত মিজানুর রহমানের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বক্তারা বিক্ষোভকারীদের বিক্ষোভ বন্ধ রাখার অনুরোধ জানান।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খাগড়াছড়ি শাখার সহ-সভাপতি ডা: মনোরঞ্জন দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য, সহ-সভাপতি ডা: মনোরঞ্জন দেব, শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল কান্তি দেব, সনাতন ছাত্র যুব পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখর সেন, সনাতন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সজল বরণ সেন ও এ্যাড. বিধান কানুনগো প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আমরা আওয়ামীলীগ বুঝি না, বিএনপি বুঝি না, বুঝি না জামায়াত। আমরা চাই দেশের শান্তি। রাজনৈতিক ইস্যু সৃষ্টিতে এদেশের সংখ্যালঘুদের উপর স্বাধীনতার আন্দোলন হতে বারবার হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। আমাদের দেশ ছাড়া করার জন্য একটি অপশক্তি ১০ম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংখ্যালঘুদের ঘরবাড়ীতে অগ্নিসংযোগসহ সাধারণ হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে। অথচ এখনও পর্যন্ত প্রশাসন কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। দেশজুড়ে যেসব সংখ্যালঘুদের উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনসহ দোষীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানান নেতৃবৃন্দ।

Exit mobile version