parbattanews

সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে রাঙামাটিতে ইসলামী ছাত্রসেনার মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পৌর শাখা।

বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মাথায় লাল সবুজের কাপড় মাথায় বেধে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্র সেনার সহ-সভাপতি শফিউল আলম আল কাদেরী, সাধারণ সম্পাদক মোঃ তারেক আজিজ, পৌর ছাত্রসেনার সাধারণ সম্পাদক মোঃ সাইফুল উদ্দিন।

সভায় বক্তারা বলেন, সরকারের নির্বাচনী মেনিফেষ্টো অনুযায়ী যুদ্ধাপরাধী, রাজাকারদের বিচারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ছিল এবং তাদের বিচার করে সরকার জনগনের প্রত্যাশা পূরণ করেছে।

একইভাবে কুরআন-সুন্নাহ বিরোধী কোন আইন পাশ হবে না এটাও সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। কিন্তু এটা এখনো আইনে পরিণত হয়নি এবং জনগণের সেই প্রত্যাশাও এখনো পূরণ হয়নি। তাই সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবি জানানো হয়।

Exit mobile version