parbattanews

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র নিলেন আ’লীগ নেত্রী মুসরাত জাহান মুন্নী

রামু প্রতিনিধি:

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুসরাত জাহান মুন্নী।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকালে তিনি ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মুসরাত জাহান মুন্নী রামু সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রফেসর মোশতাক আহমদের কন্যা এবং রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর শ্রীকুল গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা, ব্যবসায়ী জহির উদ্দিন কাজলের সহধর্মিনী।

মুসরাত জাহান মুন্নী সফল জনপ্রতিনিধি ও রাজনীতিক হিসেবে দীর্ঘদিন মাঠে-ময়দানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক প্রতিবন্ধকতা, সামাজিক কুসংস্কার সহ নানা চড়াই-উৎরাই পেরিয়ে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে জয় করেছেন জীবনের অনেক কঠিন অধ্যায়। জনকল্যাণে আলোর দিশারী হয়ে অনন্য উচ্চতায় ঠাঁই নিয়েছেন রামুর সাড়া জাগানো এ নারী নেত্রী।

২০০৯ সালে রামু উপজেলা পরিষদ নির্বাচনে ৪৭ হাজার ৬৫৩ ভোটের ব্যবধানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মুসরাত জাহান মুন্নী। তিনি ২০১২ সালে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

জেলার অভিজ্ঞ রাজনৈতিক মহলের মতে, জনপ্রতিনিধি হিসেবে বিভিন্ন সময়ে দায়িত্বপালন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ও সামাজিক সুদৃঢ় অবস্থান রয়েছে মুন্নীর। ত্যাগী, পরিশ্রমী ও আদর্শিক নারী নেত্রী হিসেবে তাঁর খ্যাতি সর্বত্র।

মনোনয়নপত্র সংগ্রহকালে খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সিকদার, সাবেক ছাত্রনেতা কায়ছার মাহমুদ, ধানমন্ডি থানা ছাত্রলীগ নেতা মো. শাহজালাল শাহীন, ঢাকাস্থ কক্সবাজার ছাত্র পরিষদের পক্ষে আরাফাত, জিশান, তানজীম, রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version