parbattanews

সকলের অংশগ্রহণে গ্রহণযোগ্য সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায় জাতিসংঘ: তারানকো

রাজনীতি

ডেস্ক নিউজ:
‘সকলের অংশগ্রহণে গ্রহণযোগ্য সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায় জাতিসংঘ’ উল্লেখ করে বাংলাদেশে সফররত জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো বলেন, বাংলাদেশে গ্রহণযোগ্য ফর্মুলাতে নির্বাচন হওয়া উচিত। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন। আর সংলাপের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সদিচ্ছা থাকা দরকার।
সোমবার বিকেলে সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তারানকো বলেন, বাংলাদেশের সমস্যা বাংলাদেশকে সমাধান করতে হবে। জাতিসংঘের কাছে সমস্যা সমাধানের কোনো ফর্মুলা নেই।
তিনি বলেন, আমি মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্যে সামান্য দূরত্ব রয়েছে। কিন্তু সংলাপে বসলে এই দূরত্ব ঘুঁচে যাবে।
জাতিসংঘের সহকারী মহাসচিব বলেন, অর্থবহ ও গঠনমূলক রাজনৈতিক সংলাপের জরুরি প্রয়োজনের বিষয়ে জাতিসংঘ মহাসচিবের ‘গুরুত্বপূর্ণ বার্তা’ তিনি সব পক্ষের কাছে পৌঁছে দিয়েছেন।

Exit mobile version