parbattanews

সকল ধর্মই মানুষকে হিংসা নিন্দা ভুলে মানবিক মানুষ হতে শিক্ষা দেয়

দীপংকর তালুকদার বলেন, ধর্ম মানুষকে আলোর পথ দেখায়। সকল ধর্মই মানুষকে হিংসা নিন্দা ভুলে মানবিক মানুষ হতে শিক্ষা দেয়।

ঐতিহ্যবাহী রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন কয়লার ডিপু হরি মন্দিরের ৫০ তম সুবর্ণ জয়ন্তী উৎসবে সাসংদ এসব কথা বলেন ।

বুধবার (১ মার্চ) বিকাল ৫টায় শ্রী শ্রী হরি বিগ্রহ প্রতিষ্ঠার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী নানা মাঙ্গলিক কর্মসূচী মন্দির প্রাঙ্গনে শুরু হয়েছে।

খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার প্রধান অতিথি উপস্থিত থেকে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করেন।

এ সময় কাপ্তাই প্রেসক্লাব সাধারন সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন, হরিমন্দির পরিচালনা কমিটির সভাপতি ও কেপিএম প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী স্বপন কুমার সরকার। স্বাগত বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারন সম্পাদক তপন কুমার মল্লিক ও আহবায়ক রতন কুমার মল্লিক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সাব্বির আহমেদ এএসসি, কেপিএম ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আনিসুজ্জামান, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আকতার হোসেন মিলন, প্রকৌশলী আব্দুল লতিফ, চিরনজীত তনচংগা, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুবর্ণ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য প্রমুখ।

ধর্মীয় রসামৃত পরিবেশন করেন, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রম প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ।

এর আগে দীপংকর তালুকদার মন্দিরের সাধু নিবাসের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

Exit mobile version