parbattanews

সজিব হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সোমবার খাগড়াছড়িতে রেন্ট-এ কার চালক সমিতির পূর্ণ কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

মাইক্রোবাস চালক সজিব হাওলাদার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সোমবার(৭মে) খাগড়াছড়িতে রেন্ট-এ কার চালক সমিতি পূর্ণদিবস  কর্মবিরতি পালন করবে।

গত ৪ মে রাঙামাটির নানিয়ারচরের বেতছড়িতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে অন্য ৪জনের সাথে মাইক্রোবাস চালক সজিব হাওলাদারও নিহত হন।

খাগড়াছড়ি রেন্ট-এ কার চালক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্ব ঘোষণা অনুযায়ি সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টা কর্মবিরতি পালন করবে শ্রমিকরা।

তিনি বলেন, আমাদের সহকর্মী মো. সজিব হাওলাদারের হত্যাকারীদের গ্রেফতারে প্রশাসন ব্যর্থ হয়েছে। তাই পূর্বঘোষিত সোমবারের পরিবহন শ্রমিকদের কর্মবিরতি পালন করব। পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, বিভিন্ন পরিবহন শ্রমিকরাও কর্মবিরতিতে সংহতি জানিয়েছেন।

প্রসঙ্গত, রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়া পথে গত ৪ মে নানিয়ারচরের বেতছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হয় মাইক্রো চালক মো. সজিব হওলাদার। এ সময়  ইউপিডিএফ গণতান্ত্রিকের সভাপতি তপন জ্যোতি চাকমা বর্মাসহ আরও ৪জন নিহত ও ৮ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

Exit mobile version