parbattanews

সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নিহত, হাসপাতালে ভর্তি আরেকজন

অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে জসিম নামের এক রোহিঙ্গা নিহত হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে ক্যাম্প- ১০ এর সিআইসি অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত জসিম এফ-৩৪ এর বাসিন্দা আব্দুল গফুরের ছেলে।

খবরটি জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, ক্যাম্প- ১০ এর সিআইসি অফিস সংলগ্ন এলাকায় ৩ রাউন্ড ফায়ারের শব্দ শুনে স্থানীয়রা। পরবর্তীতে জানা যায়, অজ্ঞাত সন্ত্রাসীরা জসিম নামের একজনকে গুলি করে হত্যা করে।

ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।

ওসি জানান, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, গত ২৫ অক্টোবর রাতেও ক্যাম্প-০২ ইস্টের ফায়ার সার্ভিস অফিসের ভিতরে মো. সালাম (৩৫) নামের রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে যায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। সে ব্লক ডি-৬ এর মো. আব্দুর রশিদের ছেলে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করে। আহত মো. সালাম বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা গুরুতর বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।

Exit mobile version