parbattanews

সন্ত্রাসী গোষ্ঠী আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে: ফিরোজা বেগম চিনু এমপি

12442700_960245287404582_75866669_n

কাপ্তাই প্রতিনিধি:

সাম্প্রদায়িক সন্ত্রাসী গোষ্ঠী আমাকে সম্প্রতি প্রাণনাশের হুমকি দিয়েছে। সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন তাঁকে ছাড়া আমি আর কাউকে ভয় পাই না। সোমবার কাপ্তাই রাইখালী রিফিউজি পাড়া ও লেমুছড়ি দায়পাহাড় ওপর নতুন ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এসব কথা বলেন।

তিনি বলেন, রাঙ্গামটি পাহাড়ী-বাঙালীদের প্রাণ প্রিয় নেতাকেও সন্ত্রাসী গোষ্ঠীটি মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। তাই দেওয়ালে পিঠ ঠেকে গেছে এখন সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক শেখ মো. নাছির, রাইখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মংক্য মারমা, মহিলা সংরক্ষিত ইউপি সদস্য রাজিয়া সুলতানা, ইউনিয়ন যুবলীগ সভাপতি বিপ্লব সেন তালু, ইউপি সদস্য অজয় কুমারসেন ধনা, উপজেলা আ’লীগ যুগ্মসম্পাদক ইব্রাহিম খলিল, আ’লীগ সাংগঠনিক সম্পাদক মিলন চৌধুরী, আ’লীগ নেতা শৈবাল সরকার, ছাত্রলীগ রাইখালী ইউনিয়ন সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। এ সময় চন্দ্রঘোন থানার ওসি জহিরুল ইসলামসহ অন্যন্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গগত, দুর্যোগ ও ত্রাণপূর্ণবাসন মন্ত্রণালয়ের অর্থায়নে ৫৭ লাখ টাকা ব্যয়ে সেতু দুটি নির্মাণ করা হচ্ছে।

Exit mobile version