parbattanews

সন্ত্রাসী হামলায় খাগড়াছড়ি পৌর বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা আহত

Khagrachari Pic 04 (1) copy

নিজস্ব প্রতিবেদক:

দলীয় কোন্দলের জেরে প্রতিপক্ষের  হামলায় আহত হয়েছেন খাগড়াছড়ি পৌর বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল খাঁন (৩৫)। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার জন্য প্রতিপক্ষ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের অনুসারীদের দায়ী করেছে জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির অনুসারীরা।

খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন জামাল খাঁন জানান, বুধবার সকাল ১১টার দিকে  জেলা আইনজীবী অফিসের সামনে  খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম গ্রুপের ৫/৬ জনের সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে খাগড়াছড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দীন,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান, জেলা আওয়ামী লীগ সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা জামাল খানকে  দেখতে হাসপাতালে যান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দীন  সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়ন ময় ত্রিপুরা জানান, জামাল খানের শরীরের কয়েকটি জায়গায় আঘাতের চিহৃ আছে। তবে গুরুতর নয়।

খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, হামলার ঘটনার সাথে জড়িত খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের অনুসারীদের দায়ী করে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। অভিযোগ অস্বীকার করেছেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম।

অপর দিকে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, জামাল খানের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে হামলার কোন তথ্য পাওয়া যায়নি।

Exit mobile version