parbattanews

সন্ত্রাস ও জঙ্গী দমনে প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগাতে হবে: সিদ্দিকুর রহমান


নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি: আমর্ড পুলিশ ব্যাটালিয়নের প্রধান পুলিশের অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমান বিপিএম বলেন, বৈশ্বায়িক কারণে মাথাচাড়া দিয়ে উঠা সন্ত্রাস ও জঙ্গী গোষ্ঠী দমনে প্রশিক্ষণ লব্দ জ্ঞানকে কাজে লাগাতে হবে। সর্বোচ্ছ পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি বাহিনীর ভাবমুর্তি রক্ষায় সর্তক হবার আহবান জানান। মুষ্ঠিমেয় কিছু ব্যক্তির কারণে পুরো পুলিশ বাহিনীর অর্জন ভুলণ্ঠিত হবে তা বরদাস্ত করা হবে না।

তিনি বৃহস্পতিবার ৯ নভেম্বর সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলায় খাগড়াছড়িতে পুলিশের মাসব্যাপী কাউন্টার টেররিজম বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কোর্স (এমটিসি -২) প্রশিক্ষণের  সমাপনী উপলক্ষে  খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারে আয়োজিত এ প্রশিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি আরঙ্গজেব মাহবুব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে খাগড়াছড়ির পুলিশ  সুপার  আলী আহম্মদ খাঁন, এসটিসি’র  অতিরিক্ত পুলিশ সুপার  হ্লাচিং প্রু চৌধুরী, প্রশিক্ষক সহকারী পুলিশ সুপার আফতাব উদ্দিন, প্রশিক্ষনার্থীদের পক্ষ থেকে সহকারী পুলিশ সুপার সাকিল হোসেন সিদ্দিকী, এসআই মো. উল্লাহ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, মাসব্যাপী আয়োজিত এ বিশেষ প্রশিক্ষণে পুলিশের কনস্টবল থেকে এএসপি পদ মর্যাদার ৪১ জন সদস্য অংশগ্রহণ করেন।

Exit mobile version