parbattanews

সন্ত্রাস নাশকতা মাদকদ্রব্য প্রতিরোধে কাপ্তাই কমিউনিটি পুলিশিং সভায় ঐক্যমত পোষণ

কাপ্তাই প্রতিনিধি:

‘পুলিশই জনতা-জনতাই পুলিশ‘ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কাপ্তাই থানার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা বড়ইছড়ি মিলনায়তনে কাপ্তাই থানা কমিউনিটি পুলিশিং এর   এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতি হিসেবে ছিলেন স্থানীয় প্রতিনিধি অংসুইছাইন চৌধুরী।

কাপ্তাই থানার এসআই শেখ ফরিদের সঞ্চালনায় কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাফিউল সারোয়ার। এছাড়াও সভায় এলাকার কমিউনিটি পুলিশিং সদস্য, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ব্যাক্তিত্ব, ইমাম, পুরহিত, ভান্তে, ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক, হেডম্যান, কার্বারীসহ সামাজিক গন্যমান্য  লোকজন উপস্থিত ছিলেন।

সভার আলোচকরা স্থানীয় এলাকার ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গীবাদ, কমিউনিটি পুলিশিং এর কাজ  বা তাদের কর্তব্য কি? ইয়াবা ট্যাবলেট, মাদকদ্রব্য বেচা-কেনাসহ বিভিন্ন সমস্যা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সভায় আলোচনা করেন।

অনুষ্ঠানে স্বাগত  বক্তব্য রাখেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ ও কাপ্তাই থানার কমিউনিটি পুলিশিং সমন্বয়ক রঞ্জন কুমার সামন্ত (ওসি)। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই এএসপি সার্কেল আসলাম ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, কর্ণফুলী কলেজ অধ্যক্ষ এইচএম বেলাল চৌধুরী, মুক্তিযোদ্বা উপজেলা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, সাংবাদিক কবির হোসেনসহ প্রমূখ।

বক্তব্যের এক পর্যায়ে প্রধান অতিথি আগত সকলের উদ্দেশ্যে বলেন, আমরা আপনাদের সার্বিক সহযোগীতা নিয়ে এলাকার সন্ত্রাস দূর করব। কেউ যদি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করতে চায় আমরা তাদের আইনের মাধ্যমে কঠোর হস্তে দমন করা হবে। এলাকায় কোন জঙ্গী বা নাশকতা করার চেষ্টা করলে আমাদের খবর দিন। তাই এলাকার শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে সকলের সহযোগীতাও কামনা করেন তিনি।

Exit mobile version