parbattanews

সন্দেহের দোলাচলে আজকের রোহিঙ্গা প্রত্যাবাসন

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

আজ বহু প্রত্যাশিত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা রয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে একটি ঐকমত্যে পৌঁছেছে বাংলাদেশ ও মিয়ানমার। সম্প্রতি দুই দেশের সমন্বয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৃহস্পতিবার(১৫ নভেম্বর) বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের একটি দল মিয়ানমারে প্রত্যাবাসনের কথা রয়েছে।

সে লক্ষ্যে বাংলাদেশের পক্ষ থেকে টেকনাফের কেরুনতলী ও বান্দরবানের ঘুমধুমের দুইটি ট্রানজিট ক্যাম্প প্রস্তুত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়াগেছ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সদস্য মো. আবুল কালাম সূত্রে।

প্রত্যাবাসনের অংশ হিসেবে প্রথম দফায় ২ হাজার ২৬০ জন রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত পাঠানোর কথা রয়েছে। কিন্তু নানা অজুহাতে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে রাজি নয় বলে জানাগেছে। এতে করে আজকের প্রত্যাবাস কার্যক্রম অনিশ্চত বলে জানাগেছে।

Exit mobile version