সন্ধ্যায় ধোলাইপাড় এলাকায় বাসে আগুন


এবার রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ৬টা ৩৬ মিনিটে একজন ফোন করে ধোলাইপাড়ে একটি বাসে আগুন লাগার খবর দেন। তখনই ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ছুটে যান। কীভাবে বাসে আগুন লেগেছ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে রাজধানীর অন্তত তিনটি স্থানে যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনার মধ্যে রমনায় পুলিশের পিকআপ ভ্যান ও উত্তরায় মাইক্রোবাসে আগুন লাগার কারণ ‘যান্ত্রিক ত্রুটি’ বলে দাবি করে পুলিশ। মিরপুরের শাহ আলী এলাকায় বাসে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এ ছাড়া মঙ্গলবার গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে ককটেল বিস্ফোরণে একজন আনসার সদস্য আহত হন। একই রাতে মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলে ছোড়া হয়েছে দুটি পেট্রোল বোমা। বুধবার দুপুরের দিকে মিরপুরে সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
















