parbattanews

সপ্তমবারের মতো শ্রেষ্ঠ এএসআই ও আইজিপি পুরস্কারে ভূ‌ষিত হলেন কামরুল আরেফিন

স্বীয় কর্মদক্ষতা ও বিচক্ষণতায় বিভিন্ন মামলার রহস্য উদঘাটন, মাদক বিরোধী সফল অভিযান এবং চোরাচালান রোধে বি‌শেষ ভূমিকার জন্য খাগড়াছড়ি জেলা পর্যায়ে সপ্তমবার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন মাটিরাঙ্গা থানায় কর্মরত এএসআই কামরুল আরেফিন চৌধুরী।

শনিবার (২৫ নভেম্বর) খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত অভিন্ন মানদণ্ডের আলোকে অক্টোবর- ২০২৩ ইং মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ এএসআই কামরুল আরেফিন চৌধুরী’র নাম ঘোষণা করেন পুলিশ সুপার মুক্তা ধর ।

একইসময় মাটিরাঙ্গা থানা পুলিশের অভিযানে ১১৫২ লিটার চোলাই মদ ও রেজিস্ট্রেশন বিহীন একটি মিনি-পিকআপসহ এক মাদক ব্যবসায়ীকে আটকের কৃ‌তিত্ব স্বরূপ পুলিশের আইজিপি কতৃক হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।

পুলিশ সুপার মুক্তা ধর এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কামরুল আরেফিন চৌধুরী বলেন, এমন অর্জন আমার একার পক্ষে সম্ভব নয়। মাটিরাঙ্গা থানার সকল অফিসার, পুলিশ সদস্যদের ও জনগণের সহযোগিতা ও পুলিশ সুপার মুক্তাধর মহোদয়ের আন্তরিকতা ছিল বলেই আমি এই সম্মাননা পেয়েছি।

Exit mobile version