parbattanews

সবুজ এবং নির্মল পরিবেশের জন্যে গাছের বিকল্প নাই

বঙ্গবন্ধু‘র জন্মশতবার্ষিকী উপলক্ষে, দীঘিনালায় ‘স্বারক বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচী আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার(১৬ জুলাই) উপজেলা প্রশাসন এবং বনবিভাগের উদ্যোগে সকাল ১১টায় দুটি চারা রোপণ করে “বৃক্ষরোপণ এবং চারা বিতরন” কর্মসূচী উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফা কামাল মিন্টু এবং নাড়াইছড়ি রেঞ্জ থেকে মো. গোলাম রসুল।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম বলেন, জাতির পিতা স্বপ্ন বাস্তবায়নে এবং একটি সবুজে সমারোহ নির্মল পরিবেশ তৈরীর লক্ষে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।

সে লক্ষে সারাদেশের ন্যায় দীঘিনালা উপজেলায় বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

এসময় তিনি আরো বলেন, গাছ মানুষের অন্ন বস্র এবং বাসস্থানসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করেল এসময় তিনি সবাইকে অন্তত নিজ বাড়ীর আঙ্গিনায় তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

নাড়াইছড়ি রেঞ্জ মো. গোলাম রসুল জানান, বিভিন্ন স্কুল কলেজ এবং রাস্তার দুই পাশে পর্যায়ক্রমে বনজ, ফলজ এবং ঔষধি জাতের ২০ হাজার ৩শত ২৫ চারা রোপণ করা হবে।

Exit mobile version