parbattanews

সমতলের মতো পাহাড়েও শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত হয়েছে: কুজেন্দ্র লাল

ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়াম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমতলের মতো পাহাড়েও শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত হয়েছে। সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় সুবিধাভোগীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. কাসেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, শতরূপা চাকমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা ও কবাখালী ইউপি চেয়ারম্যান জ্ঞান চাকমা নলেজ।

জানা যায়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওয়াতায় জেলার দীঘিনালা উপজেলায় প্রায় ৩০ হাজার মানুষ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। এর মধ্যে রয়েছে- খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় উপকারী পরিবারের সংখ্যা ২৪৩৬ জন, টিসিবি কর্মসূচির আওতায় উপকারী পরিবারের সংখ্যা ১৩৩৩২ জন, গৃহায়ন কর্মসূচির আওতায় উপকারী পরিবারের সংখ্যা ১১৫২ পরিবার, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্কভাতা সংখ্যা ৫২২৭ জন, মাতৃত্বকালীন ভাতা ১১৭২ জন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিধবা ভাতা ২৬৪৮ জন।

Exit mobile version