parbattanews

সমন্বয় না থাকলে উন্নয়ন কখনও সম্ভব নয়: বৃষকেতু

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, সমন্বয় না থাকলে উন্নয়ন কখনও সম্ভব নয়।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
চেয়ারম্যান আরও বলেছেন, জেলার সামগ্রিক উন্নয়ন করতে হলে সকলের সহায়তা প্রয়োজন। তাই প্রতিটি সভায় পরিষদের হস্তান্তরিত বিভাগের সকল কর্মকর্তাকে উপস্থিত থেকে মতামত ও পরামর্শ প্রদান করতে হবে। এলাকার জনগণের স্বার্থে সকলকে মিলে মিশে কাজ করতে হবে।
চেয়ারম্যান বৃষকেতু জানান, সরকার আমাদের নিয়োগ দিয়েছেন জনকল্যাণের স্বার্থে। কারোর উপর কর্তৃত্ব খাটাতে নয়। তাই সমন্বয় ঘটিয়ে এ  এলাকার জনগণের স্বার্থে আমাদের কাজ করে যেতে হবে।
এসময় বক্তৃতা করেন, সিভিল সার্জন ডা: শহীদ তালুকদার, মাধ্যমিক শিক্ষা বিভাগের জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক পবন কুমার চাকমা, জেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম, জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা মনোরঞ্জন ধর, বিসিক-কুটির শিল্প উন্নয়ন কর্মসূচীর সহকারী মহা-ব্যবস্থাপক আহমেদ জামাল নাসের চৌধুরী প্রমুখ।
Exit mobile version