parbattanews

সমর্থন না করলেও হরতাল সফল করায় পার্বত্যবাসীকে অভিনন্দন জানালো সমঅধিকার আন্দোলন

ডেস্ক নিউজ:

তিন পার্বত্য জেলার অরাজনৈতিক মানবাধিকার সংগঠন পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির একাংশ এক ঘোষনায় পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের ডাকা ৭২ ঘন্টা হরতাল সফল করার জন্য পার্বত্যবাসী উপজাতি ও বাঙালি জনগোষ্ঠির প্রতি আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। বৈষম্য মূলক ভূমি কমিশন আইন ২০১৩ বাতিল না হওয়া পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আন্দোলন চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। সমঅধিকার আন্দোলনের মহাসচিব মনিরুজ্জামান মনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। তবে সমঅধিকার আন্দোলনের এ অংশটি উল্লিখিত হরতালে সমর্থন জানায়নি।

বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি মশিউল আলম হুমায়ুন, মহাসচিব মনিরুজ্জামান মনির, শীর্ষ নেতা এম. জাহাঙ্গীর কামাল, হাজী ইউনুস কমিশনার, মোঃ খলিল মাষ্টার, আব্দুল কুদ্দুস চেয়ারম্যান, সেলিম চৌধুরী, এম.আনোয়ারুল্লাহ ও জিহাদ আবেদীন রিপন বলেন, হরতাল চলাকালে রামগড়, পানছড়ি, দিঘীনালা, তবলছড়িসহ কয়েকটি স্থানে সরকার দলীয় মীরজাফর, গুন্ডাবাহিনী নিরিহ বাঙালিদের উপর হামলা চালিয়ে আহত করেছে। সময় হলে একদিন ঐসব মীরজাফরদেরকে ব্যালট যুদ্ধের মাধ্যমে পার্বত্যবাসী বাঙালিরা কঠোর প্রতিশোধ নিবে।

পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ, বাঙালি কৃষক শ্রমিক কল্যাণ পরিষদ, সমঅধিকার নারী আন্দোলন, সমঅধিকার ছাত্র আন্দোলন ও সমঅধিকার যুব আন্দোলনের যৌথ নেতৃত্বে আগামী সপ্তাহে ২৩,২৪,২৬,২৭ জুন ৯৬ ঘন্টার হরতাল ডাকার প্রস্তুতি চলছে। আগামী ২২ জুন শনিবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের ডাকা সংবাদ সম্মেলনের মাধ্যমে চুড়ান্ত কর্মসূচী ঘোষনা করা হবে।

 
Exit mobile version