parbattanews

সমাজসেবা দিবসে মানিকছড়িতে ক্ষুদ্রঋণ ও সম্মাননা প্রদান

জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ক্ষুদ্রঋণ, ভাতা কার্ড ও সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা বের করা হয়। পরে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা মো. মুরাদ হোসেনের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. তহিদ উজ জামান, উপজেলা প্রকৌশলী এলজিইডি মো. মহবত আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রবর্তিত সুদমুক্ত ক্ষুদ্রঋণের আওতায় ২৩ ব্যক্তির মাঝে ৫ লাখ ৭০ হাজার টাকার ঋণ, ২০২২-২৩ অর্থবছরে অতিরিক্ত বরাদ্দপ্রাপ্ত প্রতিবন্ধী ৬৭ ব্যক্তিকে ভাতার কার্ড ও ইউনিয়ন সমাজকর্মী অংথোয়াই মারমাকে শ্রেষ্ট সম্মাননা প্রদান করা হয়।

Exit mobile version