সমাজে শান্তি ও দেশের সমৃদ্ধির জন্য ইসলামি রাষ্ট্রের বিকল্প নেই

fec-image

সমাজে শান্তি ও দেশের সমৃদ্ধির জন্য ইসলামি রাষ্ট্রের কোন বিকল্প নাই বলে জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী।

তিনি বলেন, ইসলামি নেজাম ছাড়া দেশে শান্তি আসবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ হবে না। তাগুতি মতবাদ, কুফরি মতবাদ পরিত্যাজ্য। ইসলামই একমাত্র শান্তির গ্যারান্টি। আমরা মূলে আছি। সবাইকে আমাদের দিকেই ফিরে আসতে হবে। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়া সব মুসলমানের জন্য ফরজ।

নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল কাদের চৌধুরী।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহমান জিহাদির সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, নায়েবে আমীর আবদুর রহমান চৌধুরী, মাওলানা আবদুল খালেক নিজামী, কক্সবাজার জেলার নেয়েবে আমীর মাওলানা আ হ ম নুরুল কবির হিলালী, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইলিয়াছ খান, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান ও চট্টগ্রাম বিভাগীয় সংগঠন সচিব মাওলানা ইনআমুল হক কুতুবী।

সভা শেষে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার নতুন কমিটি ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল কাদের চৌধুরী।
৩৯ সদস্য বিশিষ্ট কমিটিতে মাওলানা আবদুল খালেক নিজামী আমীর ও মাওলানা আবদুর রহমান জিহাদিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন