সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : কক্সবাজারে আটক ৪০

Cox Maloysia

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
সমুদ্রপথে অবৈধ উপায়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে এবার ধরা পড়লেন ৪০ জন। কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাদের আটক করেন। বুধবার বেলা দেড়টার দিকে তারা ধরা পড়েন। মঙ্গলবার রাতেও টেকনাফে ৩ দালাল ও ২০ জন মালয়েশিয়াগামি ধরা পড়েছিলেন।

কক্সবাজার পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইউনুছ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার বালুখালীতে অভিযান চালানো হয়। এদের মধ্যে নোয়াখালী, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ, নরসিংদী, সিরাজগঞ্জ জেলার বাসিন্দা রয়েছেন।
তিনি জানান, তারা দালালের সাথে যোগাযোগ করে মালয়েশিয়ায় যাওয়ার জন্য টেকনাফের দিকে যাচ্ছিলেন। বাস ও মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

গোয়েন্দা পুলিশের তথ্য মতে, ধৃত মালয়েশিয়াগামিরা হলেন নোয়াখালী জেলার মুন্সিগঞ্জ উপজেলার নতুন বাজার চরকাকারার নুর আলমের ছেলে মোহাম্মদ সোহাগ (২৮), মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ উপজেলার আদেরা এলাকার চর আবদুল্লাহর সিরাজুল হকের ছেলে মোহাম্মদ লিটন (৩৮), একই এলাকার মৃত মোস্তফার ছেলে আমির হোসেন (৪০), নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কলাপাড়া বিশনন্দি গ্রামের মঙ্গল মিয়ার ছেলে মোহাম্মদ দুলাল (২৭) ও মোহাম্মদ সুলায়মান (২২), আড়াইহাজার উপজেলার মাহমুদপুর জোগাদিয়া নয়াপাড়ার কামিজ উদ্দিনের ছেলে ইউনুছ মিয়া (২৩), একই এলাকার হোসেন মিয়ার ছেলে মোশাররফ হোসেন (২০), মৃত হযরত আলীর ছেলে দুলাল (২৫), গণি মিয়ার ছেলে আবদুল আলম (২৫), মৃত আসকর আলীর ছেলে মোহাম্মদ সেলিম (১৮), মোহাম্মদ হারুনের ছেলে মোহাম্মদ দীলু (২০), মাজু মিয়ার ছেলে মোহাম্মদ আল আমিন (১৮), একই উপজেলার কালাপাহাড়িয়া বদলপুর এলাকার আবদুল হাশিমের ছেলে জাকির (২৪), বিশনন্দি তৈতনকান্দা এলাকার সাফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ ছগির (২৪), বিশনন্দি এলাকার মোহাম্মদ তজু মিয়ার ছেলে হযরত আলী (২২), বিশনন্দি দয়াকান্দা এলাকার আনিছ মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২২), মাহমুদপুর গফুরদী এলাকার নুর মোহাম্মদের ছেলে আলিম হোসেন (২৮), সালুন্দী দক্ষিণ পাড়ার জাহেদ আলীর ছেলে সোহেল (২১), বিশনন্দি চৈতনকান্দা এলাকার মৃত আবদুল করিমের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম (২৫), দড়ি বিশনন্দি নয়াপাড়ার বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ শাহজালাল (২০), একই এলাকার বশির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (১৮), তৈতনকান্দা এলাকার শাহ হাফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আলমগীর (২৮) ও মাহমুদপুর নয়াপাড়া সালুন্দি এলাকার শের আলীর ছেলে মোহাম্মদ কাবুল (২৪), নরসিংদী জেলার সদর উপজেলার মঠারিয়া রহিমদী এলাকার আয়নাল হকের ছেলে মোহাম্মদ বাচ্চু (৪০), মঠারিয়া রহিমদী এলাকার মোহাম্মদ ইউছুপ ভূঁইয়ার ছেলে মোহাম্মদ ফয়সাল ভূঁইয়া (১৮), মঠারিয়া খুড়িয়া এলাকার আবদুল মোতালিবের ছেলে মোহাম্মদ উজ্জল মিয়া (১৯) ও ছগড়িয়া এলাকার আলী আজগরের ছেলে আবদুল বারেক (২৮), সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইসলামপুর গায়া এলাকার মোতালেব প্রামানিয়ার ছেলে বাহার উদ্দিন (২৬), একই উপজেলার রতনকান্দি এলাকার মৃত শাহাদার সরকারের ছেলে রবিউল ইসলাম (২২), নন্দলালপুর পরজানা এলাকার শহীদ শেখের ছেলে আবদুল হাকিম (৩০), হাবিবুল্লাহ নগর রতনকান্দি এলাকার মৃত আবু বকরের ছেলে জাহিদুল ইসলাম (৩৩), রতনকান্দি এলাকার রেজাউল সরকারের ছেলে নাজমুল সরকার (২০), রতনকান্দি দক্ষিণ পাড়ার মৃত সলিম উদ্দিন প্রামাণিকের ছেলে মোহাম্মদ জামাল (২৮), ছোট মহারাজপুর পরজানা এলাকার মৃত চান শেখের ছেলে মোহাম্মদ কোরবান আলী (৩৫), পোতাজিয়া এলাকার মৃত আতর আলী প্রামানিকের ছেলে আলতাফ হোসেন (৪২), হাবিবুল্লাহ নগর ইসলামপুর গায়া এলাকার আউয়াল প্রামানিকের ছেলে মোহাম্মদ কামাল (২৭), জিগারবাড়িয়া পরজানা এলাকার পেশকার শেখের ছেলে নুরুল ইসলাম (৩৫), একই এলাকার আবদুল হাকিমের ছেলে মোহাম্মদ রহমান (১৮), হাবিবুল্লাহ নগর রতনকান্দি এলাকার ওয়াজেদুল প্রামাণিকের ছেলে মোহাম্মদ রুহুল আমিন (৩০) ও বড়বাছরা পরজানা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ লাল মিয়া মোল্লা (৩১)।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ জানান, তিনি ও সহকারি উপ-পরিদর্শক মাসুদ করিম ফোর্স নিয়ে এই অভিযান চালান।
পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন