parbattanews

সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়ি দখল করে নির্মাণাধীন অবৈধ দোকানপাট অবশেষে উচ্ছেদ করেছে প্রশাসন।

শনিবার (৮জুন) দুুুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যটন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জয়ের নেতৃত্বে অভিযান চালানো হয়। তবে কোনো দখলবাজকে আটক করা হয়নি।

অভিযান প্রসঙ্গে জানতে চাইলে ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় বলেছেন, প্রশাসনের অগোচরে কিছু ব্যক্তি বালিয়াড়ি দখল করে অবৈধভাবে দোকানপাট করার চেষ্টা করেছিল। পরে অভিযোগ পেয়ে নির্মাণাধীন মার্কেট উচ্ছেদ করা হয়। এতে দখলবাজ প্রকৃতির কিছু প্রভাবশালী লোক জড়িত বলে খবর পেয়েছি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, সরকারি দলের নাম ব্যবহার করে কিছু দখলবাজ প্রকৃতির লোক সপ্তাহখানেক ধরে সৈকতের বালিয়াড়িতে মার্কেট নির্মাণ করে আসছিল। দোকানের প্রলোভনে অনেকের কাছ থেকে এক থেকে দুই লাখ পর্যন্ত হাতিয়ে নিয়েছে একটি সিন্ডিকেট। নির্মাণাধীন মার্কেটে ২৮টির মত দোকান হবে বলেও স্থানীয়রা জানিয়েছে।

Exit mobile version